মোহনপুর: জিরানিয়া এবং পশ্চিম বর্জলা এলাকার কৃষকদের প্রাপ্ত সরকারি সুযোগ-সুবিধা পরিদর্শন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব
জিরানিয়া এবং পশ্চিম বর্জলা এলাকায় পিএম কুসুম প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রশকরা কিভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়টি সারা জমিনে খতিয়ে দেখেছেন পশ্চিম আসনের সংসদ বিপ্লব কুমার দেব। পাশাপাশি মতবিনিময় করেছেন কৃষকদের সাথে।