বলরামপুর: বলরামপুর থানা শ্যামা পুজো কমিটি আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় বিখ্যাত সঙ্গীত শিল্পী পৌষালি ব্যানার্জীর গান শুনতে ভীড় উপচে পড়লো
বলরামপুর থানা সর্বজনীন শ্যামা পূজা কমিটির উদ্যোগে শহরের সরাই ময়দানে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী যিনি মাটির গানের শিল্পী হিসাবে খ্যাত পৌষালী ব্যানার্জী।অনুষ্ঠানে আট থেকে আশি পুরুষ ও মহিলাদের উপছে পড়া ভীড়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী।বিশিষ্ট সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জি গান ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস এবং উন্মাদনা।