বাগদা: বাগদার কনিয়াড়া ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ৫৩ নাম্বার বুথে সমস্যার সম্মুখীন ৩৬ জন ভোটার
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের ৫৩ নাম্বার পার্টে ২০০২ সালে ভোটার ছিল ১১৯৭ জন কিন্তু বর্তমানে বি এল ওর কাছে যে ভোটার লিস্ট এসেছে তাতে নাম রয়েছে ১১৬১ জন ভোটারের । ফলে এস আই আর এর ফর্ম পাচ্ছে না ৩৬ জন ভোটার । সমস্যার সম্মুখীন ৩৬ জন ভোটার । এই বিষয়ে আজ বিকেল চারটে নাগাদ বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা জানিয়েছেন