একই খাঁচায় একসাথে বন্দী হল দুটি চিতাবাঘ। মাল ব্লকের কুমলাই পঞ্চায়েতের নেপুচাপুর চা বাগানের ৮ নম্বর সেকশনে মঙ্গলবার একসাথে একই খাঁচায় দুটি চিতাবাঘ বন্দী হয়। বনকর্তারা জানিয়েছেন চিতাবাঘ দুটি শাবক ছিল। তবে আর যাইহোক না কেন নজিরবিহীন এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও বনদপ্তর সুত্রেই জানা গিয়েছে এই চাবাগানে বেশ কিছুদিন ধরে চিতাবাঘ উৎপাত করে বেড়াচ্ছিল। সন্ধ্যা নেমে এলেই শ্রমিক লাইনে ঢুকে হাস মুরগী ছাগল তুলে নিয়ে যেত।