রানিনগর ১: প্রয়াণ দিবসে মানবিক উদ্যোগ প্রাক্তন সাংসদের স্মরণে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির রাণীনগর 1ব্লক TMC র ইসলামপুরে।
প্রয়াণ দিবসে মানবিক উদ্যোগ — মান্নান হোসেনের স্মরণে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান শিবির ইসলামপুরে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মান্নান হোসেন কয়েক বছর আগেই চির বিদায় নিয়েছেন সবাইকে ছেড়ে, তিনাকে স্মরণ করতেই আজকের এই বিশেষ কর্মসূচি, মান্নান হোসেনের ছেলে অর্থাৎ রাণীনগরের বিধায়ক সৌমিক হোসেন এর উদ্যোগে ও রানীনগর ১ ব্লকের বিধায়ক প্রতিনিধি আব্দুর রহমান জামির ব্যবস্থাপনায় ইসলামপুরের নেতাজি পার্ক ময়দানে আয়োজন করা হয় রক্তদান শিবির ও শীতবস্ত্র