কালনা ২: জলকল এলাকায় মেলা দেখতে বাড়ি ফিরে যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ উদ্ধার, জয়রামপুরে গলায় দিয়ে আত্মঘাতী বৃদ্ধা
কালনা দু'নম্বর ব্লকের পৃথক দুটি জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দুজন। দুটি মৃতদেহেরই ময়নাতদন্ত সম্পন্ন হল আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ কালনা হসপিটালে।পূর্ব সাতগাছিয়ার জলকল এলাকায় বরুণ বিশ্বাস নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় আজ বৃহস্পতিবার সকালে বাড়িতেই রান্নাঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল রাতে মেলা দেখে তিনি বাড়ি ফিরেছিলেন তারপর তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।