গোসাবা: গোসাবার বিরাজ নগরে যাত্রি তোলা নিয়ে অটো ও টোটো চালকের মধ্যে মারামারির ঘটনায় ধৃত অটো চালকে কোর্টে পেশ করলো পুলিশ
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত বালি ২নং GPর বিরাজ নগরে বুধবার সন্ধ্যায় যাত্রী তোলা নিয়ে এক অটো চালকের সাথে টোটো চালকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।সেই ঘটনায় এক টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কার্তিক মিস্ত্রি নামে এক অটো চাকের বিরুদ্ধে।সেই ঘটনায় কার্তিক মিস্ত্রি নামে অভিযুক্ত অটো চালককে বুধবার গভীর রাতে গ্রেফতার করেছিলো গোসাবা থানার পুলিশ।ধৃতকে বৃহস্পতিবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিন দিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ