গোসাবা: আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সরকার পাড়ায় ১২৯নং বুথের তৃণমূলের নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন উপ প্রধান
আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কুমিরমারীর সরকার পাড়ায় ১২৯নং বুথের তৃণমূলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ।মূলত গোসাবা ব্লকের কুমিরমারী GPর ১২৯নং বুথের প্রত্যেকটি মানুষকে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল মুখী করে সাংগঠনিক ভীতকে মজবুত ও শক্তিশালী করতে বৈঠক করলেন কুমিরমারী GP র উপ প্রধান দেবাশীষ মন্ডল।