হলদিবাড়ি: কুচলিবাড়ি ও হলদিবাড়ি থানা পরিদর্শনে এলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সন্দীপ কার্রা
কুচলিবাড়ি থানা পরিদর্শনে এলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার সন্দীপ কার্রা। রবিবার দুপুরে থানার পরিকাঠামো ক্ষতিয়ে দেখার পাশাপাশি এলাকার সমস্ত বিষয়ে খোঁজ নেন তিনি। থানার অফিসার ইনচার্জ ভাস্কর রায়ের সঙ্গেও দীর্ঘক্ষন আলোচনা করেন। জানা যায়, কোচবিহারের পুলিশ সুপারের পদে দায়িত্ব নিয়ে এই প্রথমবার তিনি থানা পরিদর্শনে এসেছেন। তবে তাঁর পরিদর্শন নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছুই জানাননি তিনি। একইভাবে এদিন বিকেলে হলদিবাড়িও থানাও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার সন্দীপ কার্রা