সিউড়ি ১: রক্তাক্ত অবস্থায় এক আদিবাসী মহিলাকে আমগাছি গ্রামের কাছ থেকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে আনা হয়েছে
রবিবার দিন সিউড়ি থানার অন্তর্গত আমগাছি গ্রামের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক আদিবাসী মহিলাকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য। সেই মহিলার বাড়ির ভেতরে অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকা কয়েকজন তাকে মারধর করেছে বলেই অভিযোগ। ইতিমধ্যেই সমস্ত বিষয়টিকে নিয়ে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।