কুলতলি: কুলতলীতে একাধিক বেহাল রাস্তা, সারাই এর দাবি সিপিআইএম কুলতলী এরিয়া কমিটির সম্পাদকের
কুলতলিতে একাধিক বেহাল রাস্তা, যার কারণে নিত্যযাত্রী থেকে শুরু করে গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে । আজ এ বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামতলা দলীয় কার্যালয় থেকে সিপিআইএম কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল তিনি কি জানালেন শুনুন তারই মুখ থেকে।