মাটিয়ালি: পর্যটকদের আনন্দ দিতে এবারে বুধবার বিকেল চারটা নাগাদ মেটেলির মূর্তিতে নতুন অথিতির আগমন হলো নাম ‘ঝুমকি’’,
পর্যটকদের আনন্দ দিতে এবারে বুধবার বিকেল চারটা নাগাদ মেটেলির মূর্তিতে নতুন অথিতির আগমন হলো নাম ‘ঝুমকি’’। এই ঝুমকি আর কেউ নয় কালি নামে এলাকারই একটি পোষ্য ঘোড়ার মেয়ে ঝুমকি। এই কালি নামে পোষ্য ঘোড়াটি পর্যটকদের নিজের পিঠে চাপিয়ে মূর্তি নদীর পাড় বরাবর ভ্রমণ করায় । তবে বিগত প্রায় দুমাস থেকে কালীর দেখা পাওয়া যাচ্ছিল না মূর্তি নদী সংলগ্ন এলাকায়। অনেকে পর্যটক এসেছিলেন কালীর পিঠে চেপে ঘুরবেন এই আশায়। তবে কালি না থাকায় ফিরতে হয়েছিল তাদের।