কাঞ্চনপুর: লালজুরি নবজয়পাড়া পানিসাগর সড়কে অভিযান চালিয়ে ১৩২ বোতল বিলিতি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ
গোপন খবরের ভিত্তিতে লালজুরি ফাঁড়ির ওসি হরেন্দ্র দেববর্মার নেতৃত্বে শুক্রবার লালজুরি নবজয়পাড়া পানিসাগর সড়কে অভিযান চালিয়ে একটি মারুতি অলটো গাড়ি করে বেআইনি মদ পাচারকালে ১৩২ বোতল বিলাতি মদ উদ্ধার করে পুলিশ। বেআইনি মদ পাচারের ঘটনায় গাড়ি সহ চালক বাজিবন রিয়াংকে গ্রেপ্তার করে পুলিশ।তার বাড়ি গছিরামপাড়ায়।