কাটোয়া ১: কৈথন বাসস্ট্যান্ডে কৈথন সেবা সমিতির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
শনিবার,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ব্লকের কৈথন গ্ৰাম সেবা সমিতির পক্ষ থেকে কৃতী ছাত্র-ছাত্রী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কৈথন বাসস্ট্যান্ডে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমর চাঁদ কুন্ডু,শিক্ষাবিদ রঞ্জিত চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনরা। কৈথন গ্ৰাম সেবা সমিতির সংবর্ধনা অনুষ্ঠান এইবার ৫ বছর পড়লো। UGC NET JRF 2025-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক কার্ড এক কাটোয়ার নিলুফা ইয়াসমিন কে সংবর্ধনা দেওয়া হয় কৈথন গ্ৰাম সেবা সমিতির পক্ষ থেকে।