এগরা ১: অমরপুর গ্রামে ৮২ বছরের বৃদ্ধাকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাস রোধ করে খুন নাবালকের,ঘটনার তদন্তে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ব্লকের অমরপুর গ্রামে ৮২ বছরের বৃদ্ধাকে খুন নাবালকের ওই গ্রামের বাসিন্দা বিদ্যা গৌরী বালা কর একা বাড়িতে থাকতেন |দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে অসুস্থতার কারণে বৃদ্ধা হাটাচলা করতে পারেন না |মাকে দেখাশোনার জন্য এক মহিলাকে রেখেছিলেন |রাতে সুরজিৎ নামে এক নাবালক বিদ্যার বাড়িতে চুরি করতেআসে |বৃদ্ধা চিনে যেতেই তাকে প্রথমে বালিশ চাপা দিয়ে পরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে |ঘটনার তদন্ত করছে