ইটাহার: ইটাহারের নমুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন ইটাহারের MLA ও BDO
আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে করলেন বিধায়ক ও বিডিও। বুধবার ইটাহারের কাপাশিয়া অঞ্চলের নমুনিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়। এই শিবির পরিদর্শন করেন বিধায়ক মোশারফ হুসেন, বিডিও দিব্যেন্দু সরকার। সঙ্গে ছিলেন ইটাহার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মজিবুর রহমান, প্রধান সুফিয়া বিবি সহ এলাকার জনপ্রতিনিধিরা। এদিন মাটিতে বসে এলাকার মানুষরা তাদের এলাকায় কি কি উন্নয়ন মূলক কাজ করাতে চান তা শোনের উপস্থিত সকলে।