ঝাড়গ্রাম: এলাকার ক্ষুদে পড়ুয়াদের নিয়ে ঝাড়গ্রামের নহরখাল কালীমন্দির চত্বরে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা
কালীপুজো ও মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রামের নহরখাল কালীমন্দির চত্বরে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। ঠিক সেই মতো শনিবার দুপুরে নহরখাল শ্মশান কালী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় এলাকার শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। জানা গেছে, এ বছর প্রতিযোগিতায় মোট ১৫৫ জন খুদে পড়ুয়া অংশগ্রহণ করে। শিশুদের রঙিন কল্পনায় ও সৃজনশীলতায় প্রাণ ফিরে পায় মন্দির প্রাঙ্গণ।