নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে, ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী বা দৃষ্টিহীন ভোটারদের হেয়ারিংয়ের জন্য সশরীরে দপ্তরে হাজির হতে হবে না; বিএলও-রা বাড়িতে গিয়েই সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন। কিন্তু বসিরহাট ২ নম্বর ব্লকে বুধবার দুপুর দুটো নাগাদ দেখা গেল উল্টো ছবি। দোবিলা গ্রামের বাসিন্দা মোজাফফর হোসেন ও শারিফুল মন্ডল—একজন দৃষ্টিহীন ও অন্যজন সম্পূর্ণ শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাঁদের আজ ব্লকে আসতে হলো। রীতিমতো গাড়ি ভাড়া করে এবং পারিশ্রমিকের বিনিময়ে লোক স