মেজিয়া: MP CUP 2.0এর শুভ উদ্বোধন করাহল
মেজিয়ায় হাইস্কুল ময়দানে, উপস্থিত বাঁকুড়ার সাংসদ ও জেলা পরিষদের সভাধিপতি
Mejhia, Bankura | Oct 22, 2025 বুধবার আনুমানিক রাত্রি সাড়ে এগারোটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার মেজিয়ায় মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে MP CUP 2.0 এর শুভ উদ্বোধন করা হল মেজিয়ায় হাইস্কুল ময়দানে।এই খেলায় চ্যাম্পিয়ন হল শালতোড়া ব্লক ও পঞ্চায়েত সমিতি ফুটবল দল । উপস্থিত ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায়,মেজিয়া ব্লক তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট জনেরা।