পুরুলিয়া ১: বিজয়া সম্মেলনে মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে দলের কাউন্সিলরদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন টাউন সভাপতি
বিজয়া সম্মেলনে মিষ্টির প্যাকেট বিলিকে কেন্দ্র করে দলের কাউন্সিলর দের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন টাউন সভাপতি। 5নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস দিন কাজল ব্যানার্জিকে কটুক্তি করেন এমনকি কারও ওয়ার্ডের বহু মানুষ টিফিন পায়নি বলে অভিযোগ করেন। ওই দিনশৃঙ্খলা ভাবে টিফিন দেওয়া হচ্ছিল পরে বেশ কিছু মানুষ দুটো তিনটে করে টিফিন নেওয়াতে সমস্যা বাড়ে। বিষয়টি কাউন্সিলরদের মধ্যেও মতবিরোধ দেখা যায়। অবশ্য শেষ পর্যন্ত বহু মানুষ টিপিন না নিয়ে বাড়ি চলে যাই।