রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় হওয়া হামলার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় ব্যারাকপুর বারাসাত রোডের জাফরপুর এলাকায় পথ অবরোধে নামে বিজেপি। অবরোধে উপস্থিত ছিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচী বিজেপি চিকিৎসক সেলের কো-কনভেনার চিকিৎসক চন্দ্রমণি শুক্লা, বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ, বিজেপি ব্যারাকপুর তিন মণ্ডলের সভাপতি সন্তোষ সিং সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা। প্রায় ১৫ মিনিট ধরে অবরো