উদয়পুর: প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরাসুন্দরীর পূন্যভুমিতে আগমনকে কেন্দ্র করে আলোচনা সভা DM অফিসের কনফারেন্স হলে
Udaipur, Gomati | Sep 15, 2025 বিশ্বের সর্ববৃহৎ গনতান্ত্রিক রাষ্ট্রের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী জী মাতা ত্রিপুরাসুন্দরীর পূন্যভুমিতে আগমনকে কেন্দ্র করে আজ গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে বিধায়ক অভিষেক দেবরায়, জেলা সভাধিপতি দেবল দেবরায়, পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলাশাসক রিঙ্কু লাথেরসহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।