কালিয়াগঞ্জের নব নিযুক্ত পুরপ্রধান বিশ্বজিত কুন্ডু ও উপ পুরপ্রধান জয়া বর্মণের সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ ও সম্বর্ধন জানালো কালিয়াগঞ্জ প্রেস ক্লাব । শনিবার কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের নিজেস্ব কার্যালয়ে পুরপ্রধান বিশ্বজিত কুন্ডু এবং উপ পুরপ্রধান জয়া বর্মণকে ফুলের তোরা ও উপহার দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।