বেলডাঙা ১: কড়া পুলিশি নিরাপত্তায় বেলডাঙ্গায় নির্বিঘ্নে মিটলো জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের পর্ব
কড়া পুলিশি নিরাপত্তার মোড় ওকে আজ মোরা ছিল বেলডাঙা শহর। আজ সকাল থেকেই একাধিক জায়গা জুড়ে পুলিশকে দেখা যায় সক্রিয় ভূমিকায়। আজ বিকেল থেকেই বেলডাঙ্গা শহর জুড়ে শুরু হয় জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন এর পর্ব। আজ পুলিশকে দেখা যায় সক্রিয় ভূমিকায়, এদিন সাধারন মানুষকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যানসহ একাধিক জন প্রতিনিধিরা।