গোসাবা: হরিশপুরে, কচুখালী আঞ্চলিক সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা ও মেলা উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হলো
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী গ্রাম পঞ্চায়েতের হরিশপুরে, কচুখালী আঞ্চলিক সার্বজনীন শ্রী শ্রী মনসা পূজা ও মেলা উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার রাত দশটা থেকে। এদিনের এই বিচিত্রা অনুষ্ঠান দেখতে কচুখালী গ্রাম পঞ্চায়েত এলাকা সহ আশেপাশের গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা মানুষের ভিড় চোখে পড়ার মত।