বনগাঁ: গোররডাঙায় রেল ব্রিজের কাছ থেকে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক
গোররডাঙায় রেল ব্রিজের কাছ থেকে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক। গ্রেফতার করল বনগাঁ জি আর পি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বুদ্ধ মণ্ডল। হাবড়া থানার ঝাউগাছিতে বাড়ি। ধৃতকে আজ দুপুর ১ টা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।