মন্তেশ্বর: বিজুরে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল স্থানীয় একটি পুকুর থেকে
শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারির বিজুর পূর্ব পাড়া রায় পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়িতে। । ঘটনাস্থলে এসে পৌঁছায় সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ।