বলরামপুর: কেন্দাডি মোড়ে বাইক ও টোটোর সংঘর্ষে জখম চার যুবক
প্রবল বৃষ্টিপাতের সময়ে বাইক ও টোটোর মধ্যে সংঘর্ষে জখম চার যুবক। দুর্ঘটনাটি ঘটে বলরামপুর পুরুলিয়া ১৮নং জাতীয় সড়কের কেন্দাডি মোড় সংলগ্ন এলাকায়। এলাকায় টহলরত বলরামপুর থানার পুলিশের তৎপরতায় জখম চারজনকেই চিকিৎসার জন্য আনা হয় স্থানীয় বাঁশগড় হাসপাতালে।