বুধবার আনুমানিক রাত্রি দশটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বড়জোড়া বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লক 1 এর রামহরিপুর এলাকায় বিড়রায় বিড়রা শিব সংঘের তরফে বার্ষিক উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির ও নরনারায়ন সেবার আয়োজন করা হল। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া ব্লক তৃণমূলের সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বিড়রা নবরত্ন শিব সংঘের সদস্যরা