বলরামপুর: ডাভা গ্রামে অজ্ঞাত বাইকের ধাক্কায় জখম বৃদ্ধা,দুর্ঘটনাগ্রস্ত বাইক পলাতক
ডাভা গ্রাম এলাকায় রাস্তা পারাপার করার সময় অজ্ঞাত বাইকের ধাক্কায় জখম এক বৃদ্ধা। দুর্ঘটনায় বৃদ্ধার দুই পায়ে এবং মাথায় চোট লাগে।জানা গেছে জখম বৃদ্ধার নাম দুমনি মাঝি, বাড়ি বাগমুন্ডি থানা চাওনিয়া গ্রামে। দুর্ঘটনার গ্রস্ত বাইকটি পলাতক।