গঙ্গাজলঘাটি: বৃন্দাবনপুর বড়শাল মাঝপাড়া দুর্গোৎসব কমিটির তরফে সারা রাত্রিব্যাপি ৩২ দলের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হল বৃন্দাবনপুরে
শনিবার আনুমানিক রাত্রি আটটা থেকে রাত্রি এগারোটার। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বৃন্দাবনপুরে ফুটবল ময়দানে বৃন্দাবনপুর বড়শাল মাঝপাড়া দুর্গোৎসব কমিটির তরফে সারা রাত্রিব্যাপি ৩২ দলের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হল। এই ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গাজলঘাটি ব্লক 2 তৃণমূলের সভাপতি জিতেন গরাই সহ এলাকার বিশিষ্টজনেরা ও বৃন্দাবনপুর বড়শাল মাঝপাড়া দুর্গোৎসব কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যরা