মঙ্গলবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত হাড়োয়া ব্লকের ধনপোতা বাজারে কমঃ ফকির আলী ও কমঃ রফিকুল ইসলামের স্মরণসভা এবং এস আই আর -এর প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে পথ সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম -এর হাড়োয়া এরিয়া কমিটির উদ্যোগে। উপস্থিত ছিলেন,কলতান দাশগুপ্ত,পলাশ দাস, ইমতিয়াজ হোসেন,অধীর রঞ্জন মল্লিক,আসিফ আলম,অনাদি গোলদার, বজলুর রহমান,সাবির আহমেদ,মহিদ মোল্লা, নজরুল বিশ্বাস সহ অন্যান্যরা।