দুবরাজপুর: বিজয়া সম্মিলনীর আগেই আগুনে আতঙ্ক! দুবরাজপুরের রবীন্দ্রসদনে হুড়োহুড়ি, দমকলের তৎপরতায় রক্ষা পেল বড় দুর্ঘটনা
দুবরাজপুর পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত হয়েছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুবরাজপুর পৌরসভার রবীন্দ্রসদন ভবনে। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগের মুহূর্তেই, বিকেল চারটা নাগাদ হঠাৎ আগুন লাগে ভবনে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, কর্মীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।