মেখলিগঞ্জ: 108 ছোট কুচলিবাড়িতে ভুটভুটি গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির
মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের, 108 ছোট কুচলিবাড়িতে একটি ভুটভুটি গাড়ি এক পথ চলতি লোককে পিষে দেয়। রবিবার রাতে আশংকাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তরিঘরি অ্যাম্বুলেন্স নিয়ে এসে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যাক্তির নাম কুকিল দেবনাথ ( ৫৫)। ঘাতক ভুটভুটি চালক পালাতক। জানা যায় ভুটভুটি চালক কমল রায় ওই একই এলাকার ব্যাক্তি।