মিরিক: লোহাগড়ে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট দলের লোহাগড় শাখা কমিটি গঠন করা হলো
গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট দলের লোহাগড় শাখা কমিটি গঠন করা হলো। সোমবার বিকেল পাঁচটা নাগাদ আনুষ্ঠানিকভাবে একটি বৈঠকের মধ্যে দিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে প্রশান্ত প্রধান কে এবং সম্পাদক করা হয়েছে কালু শুব্বাকে। মোট ১২ জনের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর একটি বৈঠক হয় বৈঠকে মূলত সংগঠনকে কিভাবে ওই এলাকায় আরো শক্তিশালী করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।