মহম্মদবাজার: 2.5 কোটি টাকার জাল লটারি উদ্ধার করল মহম্মদ বাজার থানার পুলিশ শাওড়াকুরি মোড়ে একটি লটারি দোকান থেকে
মহম্মদ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদবাজার থানার অন্তর্গত শাওড়াকুড়ি মোড়ের কাছে একটি লটারি দোকান থেকে আড়াই কোটি টাকার জাল লটারি উদ্ধার করল। ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিন সেই বিষয়ে সমস্তটাই জানিয়েছেন বীরভূম জেলার DSP D&T