ভাঙড় ২: ভাঙ্গড়ের হাতিশালাতে আক্রান্ত ISF কর্মী
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের
সোমবার রাত দশটা নাগাদ ভাঙ্গড়ের হাতিশালাতে কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন এক ISF কর্মী,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই আইএসএফ কর্মীর বাড়ি ভাঙ্গড় দু'নম্বর ব্লকের বেওতা দু'নম্বর অঞ্চলের ওয়ারী ৪৬ নম্বর বুথে। তিনি দাবি করছেন, এদিন রাতে হাতিশালা সেক্সলনে আসলে আই এস এফ করার জন্য তৃণমূলের কর্মীরা তাকে বেধড়ক মারধর করে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতা।