বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর বাজার এলাকায় একটি টোটোর সাথে এক মহিলার এক্সিডেন্টে হয়, আহত মহিলা, নাম অঞ্জনা ঘোষ, বাড়ি বাঘাশন পঞ্চায়েত খাঁপুর গ্রামে। জানা যায় এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হলো, মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে সোশ্যাল অনুষ্ঠান হয় বিকেল বেলায়,তারই পরিপ্রেক্ষিতে ভিড় থাকায় রাস্তায় যানজটে এই দুর্ঘটনা ঘটলো ওই মহিলার।