গুসকরা পূর্ব প্রাথমিক প্রাইমারি স্কুলে সোমবার বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হল। সেই অনুষ্ঠানে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ যোগ দেন পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বেলী বেগম, কাউন্সিলর সুব্রত শ্যাম সহ অনান্যরা। জানা গিয়েছে, চতুর্থ শ্রেনীর উত্তীর্ণদের এদিন বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। সেইমতো পড়ুয়াদের হাতে স্মারক গুলি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।