হেমতাবাদ: হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালী পুজোর ৪৬ তম বর্ষ
কাশীর জনপ্রিয় ডমরু প্রদর্শনীর মধ্যে দিয়ে এবছর শ্যামা পুজো উদ্বোধন করতে চলেছে হেমতাবাদ বিদ্রোহী ক্লাব। এবছর তাদের পুজোর ৪৬ তম বর্ষ। কাঁশফুল, পাখা, ফুল, বাঁশ, কাঠের কারুকার্য ও বিভিন্ন আলো দিয়ে সাজানো হবে দেবীর স্থায়ী মন্দির।