গোসাবা: কালিদাসপুর থেকে ধৃত চোরকে ৬দিন PC পর বুধবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের ১৪দিনের JC দিলেন
কালিদাসপুর থেকে ধৃত চোরকে ৬দিন পুলিশ হেফাজতের পর বুধবার বিকালে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়।দক্ষিণ২৪পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কালিদাসপুর থেকে বাপন মন্ডল নামে এক চোরকে বুধবার গভীর রাতে গ্রেফতার করেছিলো পুলিশ।ধৃতের বিরুদ্ধে কালিদাসপুর এলাকায় চুরির অভিযোগে মামলা দায়ের হয়ে ছিলো গত ৩রা নভেম্বর।