সিউড়ি ১: সিউড়ির ময়ুরাক্ষী নদীর তিলপাড়া জলাধারে শুরু হয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদনের জন্য তর্পণ
Suri 1, Birbhum | Sep 21, 2025 প্রত্যেক বছরের ন্যায় এ বছর ও নিয়ম রীতি মেনে মহালয়ার দিন ভোরবেলা সিউড়ির ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধারে শুরু হয়েছে তর্পণ। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা আজ। সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করছেন বিভিন্ন মানুষজন এসে রবিবার দিন সকাল থেকেই।