কেশিয়ারি: একাধিক দাবিতে কেশিয়াড়ি বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করল টোটো চালক ইউনিয়ন
সমস্ত ই রিক্সা ও টোটো স্থায়ী রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, রিনিউ চার্জ বছরে ১০০ টাকা ও রুট নির্ধারণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি করলো সারা বাংলা ই-রিক্সা ও টোটো চালক ইউনিয়নের কেশিয়াড়ী শাখার সদস্যরা।