আউশগ্রাম ১: ২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো গুসকরা ফাঁড়ির পুলিশ
২০ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুনীল হাঁসদা। তার বাড়ি দিগনগরের রথতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চোলাই মদ প্লাস্টিকের জারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তখনই গতকাল রাতে দিগনগরের জলটুঙ্গি এলাকায় চোলাই মদ সহ সুনীল হাঁসদাকে হাতেনাতে ধরে পুলিশ।