ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা বসিরহাট ২ব্লকের আকিপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হতো। শনিবার সকালে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মারধর করে তার স্বামী। এরপর এই ঘটনার জেরে আজ শনিবার বিকাল পাঁচটা নাগাদ ফসলে দেওয়া কীটনাশক খেয়ে ফেলেন ঐ মহিলা। দ্রুতই স্থানীয়রা ছুটে এসে তাকে চিকিৎসার জন্য ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। অবস্থা আশঙ্কাজনক।