মুরারই ১: মা রক্ষা কালী মাতার মন্দিরে কালীপূজা উপলক্ষে নর নারায়ণ সেবার আয়োজন
কালীপূজো উপলক্ষে মুরারই স্টেশন সংলগ্ন মা রক্ষা কালী মাতার মন্দিরে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন মন্দির চত্বরে পাত পেড়ে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ এলাকাবাসীদের। প্রায় ৭ হাজার মানুষজনকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ কালীপুজো উপলক্ষে। প্রতিবছর নাই এ বছরও মন্দির কমিটির পক্ষ থেকে নর নারায়ণ সেবার আয়োজন করা হয়। এদিন একুশ অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।