পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার গোপালনগর রাসমোড়ে রাস্তার পাশে ঘাসের উপর থেকে জখম এক মেছো বিড়ালকে উদ্ধার করল রামগঙ্গা বনদপ্তর
আজ অর্থাৎ ১লা জুলাই সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর রাসমোড়ে রাস্তার পাশে ঘাসের উপর থেকে জখম এক মেছো বিড়ালকে উদ্ধার করে পাথরপ্রতিমা ভেটেনারি হাসপাতালে নিয়ে আসে রামগঙ্গা বনদপ্তরের কর্মীরা, বিড়ালটি পুরুষ, সুস্থ হওয়ার পর তাকে চুলকাটি অথবা ধঞ্চি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রামগঙ্গা রেঞ্জার অফিসার