গাইঘাটা: ৬০০ml দেশি মদ সহ গাইঘাটা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ
৬০০ml দেশি মদ সহ গাইঘাটা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ, পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতে গাইঘাটা থানার পুলিশ গাইঘাটা থানা এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনকভাবে এই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে, তখনই পুলিশের সন্দেহ হাওয়াই পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করে ও তার কাছ থেকে ৬০০ ML দেশি মদ উদ্ধার করে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ধৃত কে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।