পুরুলিয়া ১: কুড়মি সমাজের ডাকা রেল অবরোধ সড়ক অবরোধে পুরুলিয়াতে কোন প্রভাব পড়লো না টামনা স্টেশনে স্বাভাবিকভাবে চলাচল করছে ট্রেন
আদিবাসী কুড়মি সমাজের ডাকা অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সড়ক অবরোধে পুরুলিয়া তে কোন প্রভাব পড়তে দেখা যায়নি সকাল থেকেই স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল করছে ।মোতায়েন করা হয়েছে টামনা রেলওয়ে স্টেশনে আরপিএফ জিআরপিএফ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী । স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করেছে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন। সেই চিত্রই তুলে ধরা হলো টামনা স্টেশন থেকে এদিন সকাল ১১ টা নাগাদ