বর্ধমান ১: বর্ধমানে ১০০ টাকায় বিক্রি হচ্ছে কুল্লু ডিলিসিয়াস প্রজাতির কাশ্মীরি আপেল
কাশ্মীরি আপেল বিক্রি হলেও কুল্লু ডিলিসিয়াস প্রজাতির আপেল প্রায় পাওয়া যায় না বললেই চলে। কারণ এই আপেল সাধারণত বড় বড় শহরে ও বাইরের রপ্তানি হয়। আর কাশ্মীরের নাকা ফল প্রায় পাওয়া যায় না বললেই চলে। অনেকেই আবার জানেন না কি এই নাকা ফল। হুবহু দেখতে নাশপাতির মত কিন্তু নাশপাতি নয়। এটি কাশ্মীরের একটি বিশেষ প্রজাতির নাশপাতি। কাশ্মীরের এই বিশেষ ফলের মধ্যে রয়েছে বহু স্বাস্থ্যকর গুণ, যা আপনার স্বাস্থ্যের পক্ষেও উপকারী।এত কম দামে কাশ্মীরের কুল্লু ডিলিসিয়াস আপেল